চীনের প্রতিরক্ষা বৈজ্ঞানিক ও প্রযুক্তি শিল্প কমিশনের উপ-মহাপরিচালক ছেন ছুয় ফা ৪ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, চীনের মহাশূন্য অভিযানের উন্নয়ন বরাবরই শান্তিপূর্ণ মহাশূন্য ব্যবহারের নীতি অনুসরণ করে। এবার চীনের চাঁদ প্রদক্ষিণ প্রকল্পের কোন সামরিক উদ্দেশ্য নেই। উপগ্রহে কোন সামরিক সাজসরঞ্জামও নেই।
চীনের সরকারী ওয়েবসাইটে সাক্ষাত্কার দেয়ার সময় ছেন ছুয় ফা বলেন, মহাশূন্য হচ্ছে মানবজাতির অভিন্ন সম্পত্তি। মহাশূন্যে অস্ত্রীকরণ ও সামরিক প্রতিযোগিতা প্রতিরোধে দায়িত্ব পালন দিন দিন জরুরী হয়ে উঠছে। মহাশূন্যে অস্ত্রীকরণ করলে গুরুতর নেতিবাচক ফলাফল সৃষ্টি হবে। চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে অটল এবং শান্তিপূর্ণভাবে মহাশূন্য ব্যবহারের কর্মসূচীকে সমর্থন করে।
ছেন ছুয় ফা জানান, চীন পর পর ১৩টি দেশ, মহাশূন্য সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ১৬টি আন্তর্জাতিক মহাশূন্য সংক্রান্ত সহযোগিতা চুক্তি বা স্মারক স্বাক্ষর করেছে। ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেনসহ অনেক দেশের সঙ্গে চীন মহাশূন্য ক্ষেত্রে সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|