৪ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে বলেন, এদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্সা রাইস ইরানের পরমাণু সমস্যা নিয়ে ফোনে আলাপ করেছেন ।
ছিন কাং বলেন, টেলিফোনে ইয়াং চিয়ে ছি ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে চীনের মতামত পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন, চীন আন্তর্জাতিক পরমাণু বিস্তার রোধ চুক্তি এবং মধ্য-প্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষাকে সমর্থন করে এবং মনে করে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধান করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থের জন্য অনুকূল ।
ছিন কাং আরও জানান, চীন আশা করে, ইরানের উচিত বাস্তবেনিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব মেনে চলা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে পুনরায় আলোচনা শুরুর ক্ষেত্র তৈরি করা । তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের কার্যক্রম কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার জন্য সহায়ক হওয়া উচিত ।
(ছাও ইয়ান হুয়া)
|