চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসিয়ানের " ১০+৩" সহযোগিতা ব্যবস্থার আওতায় আসিয়ানের ভূমিকা জোরদার হয়েছে। মালয়েশিয়ার প্রধামন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি ৩ ডিসেম্বর কুয়ালা লাম্পরে এ কথা বলেন। কুয়ালা লাম্পুরে অনুষ্ঠিত "পঞ্চম পূর্ব এশিয়া সম্মেলনে" ভাষণ দেয়ার সময় তিনি বলেন, "১০+৩" প্রক্রিয়া কেবল সহযোগিতার ব্যাপার নয় ভবিষ্যতে পূর্ব এশিয়া কমনওয়েলথ গঠনের সঙ্গে সম্পর্কিতও।তিনি বলেন, এ ব্যবস্থা পূর্ব এশিয়া কমনওয়েলথ গঠনের প্রধান চলিকা শক্তি হবে। এর পাশাপাশি বাদাবি জোর দিয়ে বলেন, পূর্ব এশিয়ার আয়তন বিশাল ও সামাজিক সংস্কৃতি বৈচিত্রপূর্ণ বলে পূর্ব এশিয়া কমনওয়েলথের গঠন সময় সাপেক্ষ।
মালয়েসিয়ার আন্তর্জাতিক কৌশলগত গবেষণালয়ের উদ্যোগে দু'দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্ব এশিয়া অঞ্চলের দু'শ জনেরও বেশী বিশেষজ্ঞ, সুধী ব্যক্তি ও অন্যান্য প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন।
|