|
|
(GMT+08:00)
2007-12-04 19:07:00
|
|
পণ্যের মান ও নিরাপত্তা উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা যুক্তরাষ্ট্র করবে
cri
চীন থেকে আমদানি করা পণ্য যাতে যুক্তরাষ্ট্রের নির্ধারিত মানসম্পন্ন হয় সে জন্য যুক্তরাষ্ট্র চীনের সহযোগিতা জোরদার করবে। ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও গণ সেবা মাইকেল লিভিট যুক্তরাষ্ট্রের বণিক কমিতিতে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন। লিভিট বলেন, পণ্যের গুণগতমান সমস্যা এখন কোন একটি দেশের একক সমস্যা নয়।গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তাদের মধ্যে পণ্যের গুণগতমান উন্নয়নের উপায় নিয়ে গভীরভাবে আলোচনা চলছে। চীন ইতিমধ্যে এ ব্যাপারেধারাবাহিক পদক্ষেপ নিয়েছে। অন্য দিকে যুক্তরাষ্ট্রও অবগত হয়েছে যে , তাদের নিজেদের আমদানি করা পণ্যের পযর্বেক্ষণ ব্যবস্থায় নানা ধরনের দুবর্লতা রয়েছে। এর জন্য যুক্তরাষ্ট্র বেশ কিছু নতুন মানদন্ড নির্ধারন করেছে এবং তা পূরনে পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, চলতি মাসের মাঝামাঝি সময় তাঁর চীন সফরকালে তিনি চীনের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে খাদ্য, জাব , চিকিত্সা সরঞ্জাম সহ নানা ধরনের পণ্যের গুণগতমান নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, এ নিয়ে চীনের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে আশা করা হচ্ছে।
|
|
|