উত্তর চীনের বনের মজুদের পরিমাণ প্রায় ১০০ কোটি ঘনমিটার দাঁড়িয়েছে। এই বন ১৮০ কোটি টন কার্বন ডাই অক্সাইড আহরণ করতে সক্ষম। সম্প্রতি পশ্চিম চীনের ইন ছুয়ান শহরে অনুষ্ঠিত জাতীয় মরুকরণ সংকট প্রতিরোধ ও প্রতিকার সম্মেলনে এই তথ্য জানা গেছে।
উত্তর-পূর্ব চীনের পশ্চিমাঞ্চল, উত্তর চীনের উত্তরাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ে উত্তর চীন। এর আয়তন চীনের মোট আয়তনের প্রায় ৪২ শতাংশ। প্রাকৃতিক শক্তি ও লোকজনের ভূমিকার কারণে এই এলাকার বনাঞ্চল এক সময় গুরুতরভাবে বিনষ্ট হয়েছিল। চীন ১৯৭৯ সাল থেকে এই এলাকায় বন প্রতিরক্ষা প্রকল্প চালু করেছে।
প্রায় ৩০ বছরে চীন এখানে মোট ৪০০ কোটি ইউয়ান ব্যয় করেছে এবং এখানকার বনাঞ্চলের আয়তন ৫ শতাংশ বেড়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|