বর্তমান এনিমেশন উত্সবে চীন ছাড়া বৃটেন , যুক্তরাষ্ট্র , জার্মানী ও দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশ ও অঞ্চলের দু শ'জন এনিমেশন বিশেষজ্ঞ ,পন্ডিত , এনিমেশন বিভাগের ছাত্রছাত্রী ও অনুরাগীরা অংশ নিয়েছেন । উত্সবে এনিমেশন সংক্রান্ত ফোরাম , এনিমেশন ছবি প্রদশর্ন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে । এ উত্সবের সাংগঠনিক কমিটি পৃথিবীর ১৫৩টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠানো এনিমেশন ছবি পেয়েছে । এ সব ছবি ' সাদা পোপলার গাছ ' নামে এনিমেশন পুরষ্কার প্রতিযোগিতায় অংশ নেবে । বতর্মান এনিমেশন উত্সবে ' সাদা পোপলার' পুরস্কার ছাড়া বিশ্ব এনিমেসন ছবি সোসাইটি এ উত্সবের জন্য চীনা আসিফা পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের সিগরাগ শিক্ষা কমিটি সিগরাগ পুরস্কার প্রতিষ্ঠা করেছে । চীনা আসিফা পুরষ্কার ও সিগরাগ পুরস্কার বিশেষভাবে চীনের শ্রেষ্ঠছাত্রছাত্রীদের জন্য পুরষ্কারপ্রতিষ্ঠা করেছে ।
যুক্তরাষ্ট্রের সিগরাগ শিক্ষা কমিটির চেয়ারম্যান রিক বারি উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , বিশ্ববিদ্যালয়েরছাত্রছাত্রীদের এনিমেশন উত্সব তরুণ ছাত্রছাত্রীদের নিজের দক্ষতা দেখানোর সুযোগ এনে দিয়েছে । দক্ষ ছাত্রছাত্রীদের স্বীকৃতি দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণব্যাপার। তিনি বলেন, যে সব ছাত্রছাত্রী সুন্দর সুন্দর এনিমেশন ছবি তৈরী করতে পারে , তাদের দক্ষতা স্বীকৃতি দেয়া একান্ত প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দক্ষ ছাত্রছাত্রীদের উত্সাহ দেয়া শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব।এ উত্সবের মাধ্যমে এনিমেশন বিভাগের ছাত্রছাত্রীরা ও অনুরাগীরা নিজের দক্ষতা দেখাতে পারে এবং অন্য দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে বিনিময় করতে পারেন ।
1 2 3
|