তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল গত ২ ডিসেম্বর থেকে পাকিস্তানে তাঁর দু'দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে বৈঠক করেছেন। দুই প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য দু'দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা হবে। পারভেজ মোশাররফ পুনরায় পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর আব্দুল্লাহ গুল হলেন কোন বিদেশী প্রেসিডেন্ট মধ্যে প্রথম পাকিস্তান সফরকারী। সুতরাং ,আব্দুল্লাহের এবারের পাকিস্তান সফরকে পারভেজ মোশাররফের জন্য সহায়ক বলে গণ্য করা হচ্ছে।
পারভেজ মোশাররফের বয়স যখন ছয় তখন তিনি তাঁর বাবা-মার সঙ্গে তুরস্কে যান । তিনি তুরস্কে সাত বছর ছিলেন। তুরস্কের ওপর তাঁর বিশেষ অনুভূতি রয়েছে। উপরন্তু ইসলামীক জগতে তুরস্ক ও পাকিস্তান সুন্নী সম্প্রদায়ভুক্ত। পাষ্চাত্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক মোকাবেলায় দু'দেশের অবস্থান ও মত প্রায় একই। সুতরাং আন্তর্জাতিক বিষয়ে দু'দেশের মধ্যে সহযোগিতার ভিত্তি অপেক্ষাকৃতভাবে গভীর। এ জন্যই পারভেজ মোশাররফ পুনরায় পাকিস্তানের
প্রেসিডেন্ট হওয়ার পর পরই আব্দুল্লাহ গুল পাকিস্তান সফর করছেন। এর পাশাপাশি এই সুযোগে তিনি বিশ্ব সম্প্রদায়কেপারভেজ মোশাররফ সরকারের প্রতি তুরস্কের দৃঢ় সমর্থনের কথা জানাতে চান।
আসলে সফরকালে প্রেসিডেন্টআব্দুল্লাহ গুলও তুরস্কের বতর্মান অবস্থানের বিষয়টি প্রকাশ করতে চান।
প্রথমতঃ সফরকালে আব্দুল্লাহ গুল বারবার বিশ্ব সম্প্রদায়কে গঠনমূলক পদক্ষেপ নিয়ে পাকিস্তানকে দূরে ঠেলে না দিয়ে সহায়তায় আহ্বান জানিয়েছেন। গত ৩ ডিসেম্বর পারভেজ মোশাররফের সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্টভাবে বলেন, পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ দেশ। এই দেশের ব্যাপারে " গঠনমূলক পদক্ষেপ" নেয়া অত্যন্ত প্রয়োজনীয়। এই দেশটির জন্য পাশ্চাত্য দেশগুলোর উত্থাপিত "গণতন্ত্র" প্রয়োজন সত্ত্বেও এই দেশের বস্তবতা বিবেচনা করা উচিত। ধারাবাহিক দ্বিপাক্ষীক ও আন্তর্জাতিক বিষয়ে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে অবস্থান একই। দু'দেশের বে-সরকারী মৈত্রী দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত। তুরস্ক আশা করে, পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে। তুরস্ক পাকিস্তানের সন্ত্রাস দমন প্রয়াসকে সমর্থন করে।
দ্বিতীয়তঃ পাকিস্তানের বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় আব্দুল্লাহ গুল তাদেরকে পাকিস্তানের স্বার্থের বিষয়টি বিবেচনা করার কথা উল্লেখ করেছেন। যাতে পাকিস্তানের বতর্মান রাজনৈতিক সংকট সুষ্ঠুভাবে কাটিয়ে ওঠা যায়। প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আব্দুল্লাহ গুলের কথার প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল পাকিস্তানের স্বার্থে এ সব কথা বলেছেন ।
তৃতীয়তঃ এ বছর হলো দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এ উপলক্ষে দু'দেশের নেতারা দু'দেশের সম্পর্ককে এগিয়ে নিতে চান। আব্দুল্লাহ গুলের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেন, প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের এবারের পাকিস্তান সফর দু'দেশের ৬০ বছরের দীর্ঘ মৈত্রীকে গভীরতর করেছে। এর ফলে সন্ত্রাস দমন, অর্থনীতি, জ্বালানী সম্পদ, সংস্কৃতি , প্রতিরক্ষা ও আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে দু'দেশের মধ্যে সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে। প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বলেন, গত ৬০ বছরে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সম্পর্ক জোরদার হয়েছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দু'দেশের একই " গঠনমূলক দৃষ্টভঙ্গি" একই। সন্ত্রাস ও চরমপন্থীদের ওপর আঘাত হানার ব্যাপারে তুরস্কবাসিরাসব সময়ই পাকিস্তানীদের পক্ষে দাঁড়াবেন।
ইসলামাবাদের চাকলালা বিমান বাহিনীর ঘাঁটিতে পৌঁছার পর পারভেজ মোশাররফ ও তাঁর স্ত্রী আব্দুল্লাহ
গুলকে সাদর সার্ভ্যথনা জানিয়েছেন।
|