v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-03 20:18:55    
চীনের চিলিন প্রদেশ নিজের উদ্ভাবনের মাধ্যমে রাষ্ট্রায়াত্ত শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন তরান্বিত করেছে

cri
    উত্তর-পূর্বচীনের চিলিন প্রদেশ যেমন চীনের গুরুত্বপূর্ণ শিল্প-ঘাঁটি এলাকা তেমনি বহু রাষ্ট্রায়াত্ত শিল্পপ্রতিষ্ঠান এখানে কেন্দ্রীভূত। ২০০৩ সালে উত্তর পূর্ব চীনের কৌশলগত অর্থনীতিপুনরুদ্ধার নীতি চালু হওয়ার পর চিলিন প্রদেশ রাষ্ট্রায়াত্ত শিল্পপ্রতিষ্ঠানেরশেয়ার ব্যবস্থা সংস্কার করার পদক্ষেপ তরান্বিত করেছে এবং নিজের উদ্ভাবণীশক্তির মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নকে এগিয়ে নিয়েছে ।

    চীনের ১ নম্বর গাড়ি কারখানা চিলিন প্রদেশের একটি বড় রাষ্ট্রায়াত্ত শিল্পপ্রতিষ্ঠান । কারখানাটিতে শেয়ার ব্যবস্থা সংস্কার চালু হওয়ার পর চীনের প্রথম গাড়ি গ্রুপ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে । এ শিল্পপ্রতিষ্ঠানের বেশ কয়েকটি বিভাগ বের হয়ে আলাদা আলাদাভাবে শাখা কোম্পানি খুলেছে ।

    ছিমিং তথ্য ও কারিগরি লিমিটেড কোম্পানি আগের শিল্পপ্রতিষ্ঠানটির ডাটা প্রশাসন বিভাগের একটি অংশ ছিল । প্রতিষ্ঠিত হওয়ার পর ছিমিং কোম্পানি গাড়ির পি ডি এম ব্যবস্থা উন্নয়নের পদক্ষেপ তরান্বিত করেছে । ২০০১ সালে ছিমিং কোম্পানি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা শুরু করেছে । দু বছর পর তারা মেধাস্বত্ত্বসম্পন্ন পি ডি এম ব্যবস্থা উদ্ভাবন করেছে । এই উদ্ভাবন দেশীয় গাড়ি উত্পাদন শিল্পের জন্য কয়েক কোটি রেনমিনপি বাঁচিয়ে দিয়েছে এবং ছিমিং কোম্পানির জন্য বড় ধরণের আয় এনে দিয়েছে । এ সম্পর্কে কোম্পানির ব্যবস্থাপক ছেং ছুয়ানহাই বলেন , শিল্পপ্রতিষ্ঠান উন্নয়ন চাইলে উদ্ভাবনের কৌশল ও পণ্য দরকার । যে কোনোশিল্পপ্রতিষ্ঠানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমাদের নিজের মেধা কাজে লাগাতে হবে এবং আমাদের গুণ দিয়ে দুর্বলতা কাটিয়ে উত্পাদনের সঙ্গেগবেষণা সমন্বয়েরপথ অনুসরণ করতে হবে ।

    চীনের ১ নম্বর গাড়ি গ্রুপ কোম্পানির সম্পদ ও প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ছিমিং কোম্পানি নিজের উন্নয়নেরপথ নির্ধারণ করেছে এবং ৫ বছরেরও কম সময়ের মধ্যে দেশের অভ্যন্তর থেকে জাপান , জার্মানী সহ বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত গাড়ি শিল্পপ্রতিষ্ঠানেনিজের ব্যবসা সম্প্রসারিত করেছে ।

    ছিমিং তথ্য ও কারিগরি লিমিডেট কোম্পানির মতোই চিলিন থিয়েনইয়াও বিজ্ঞান ও প্রযুক্তি লিমিডেট কোম্পানিও নিজের শক্তির উপর নির্ভর করে ধাপেধাপে সম্প্রসারিত হয়েছে । চীনা চিকিত্সা ও চীনা ওষুধ চীনের ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ । আন্তর্জাতিক ক্ষেত্রে পাশ্চাত্ত্য ওষুধের বিশ্লেষণ পদ্ধতির সঙ্গে চীনা ওষুধ খাপখায় না বলে বহু বছর ধরে চীনা ওষুধ শিল্পের উন্নয়ন সীমিতকরণ করা হয়েছে । ওষুধ বিশ্লেষণের ব্যাপারে কীভাবে আন্তর্জাতিক মানদন্ডে পৌঁছানো যায় সে বিষয় নিয়ে থিয়েনইয়াও কোম্পানি গবেষণার চেষ্টা চালিয়েছে । ২০০২ সালে তাদের নতুন গবেষণা পদ্ধতি দেশবিদেশের স্বীকৃতি পেয়েছে । কয়েক বছর পর থিয়েনইয়াও কোম্পানির উত্পাদন ও মুনাফা অনেক বেড়েছে । এ সম্পর্কে কোম্পানিটির ব্যবস্থাপকমাদাম ছু লিয়েনছিন বলেন , সাহসের সঙ্গে উদ্ভাবণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ । ঐতিহ্যিক শিল্পও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবেশ করতে পারে । এটাও আমাদের থিয়েনইয়াও কোম্পানির পরবর্তী গন্তব্য।

    প্রফেসর লি ত্যছাং ছিমিং কোম্পানির কাজে পরামর্শ দিয়েছিলেন । বহু বছর ধরে তিনি বেশ কয়েকটি প্রকল্পের গবেষণা ও উন্নয়নে অংশ নেন । উত্তর পূর্ব চীনের পুরোনো শিল্পঘাঁটি উন্নয়নের নতুন চালিকা শক্তিকে তিনি উপলব্ধি করতে পেরেছেন । তিনি বলেন , বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনকে গুরুত্ব দিলেই কেবল শিল্পপ্রতিষ্ঠানের নতুন করে উন্নয়ন হবে । উত্তরপূর্ব চীনের পুনরুদ্ধারের উদ্ভাবন দরকার ।

    বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনচিলিন প্রদেশের জন্য ভাল ফল বয়ে এনেছে । চলতি বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ের মধ্যে চিলিন প্রদেশের হাইটেক শিল্পের মোট আয় ২৫০ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে । গত বছরের একই সময়ের তুলনায় যা ১৭ শতাংশ বেশী ।--চুং শাওলি