পাকিস্তান সফররত তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল ৩ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে একমত হয়েছে।
বৈঠক শেষে মুশাররফ বলেছেন, দু'পক্ষ বাণিজ্য,সংস্কৃতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ব্যাপারে একমত । গুল বলেছেন, বেশ কিছু আন্তর্জাতিক ইস্যুতে তুরস্ক ও পাকিস্তানের অবস্থান অভিন্ন। তুরস্ক আশা করে, পাকিস্তানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। পাশাপাশি তুরস্ক পাকিস্তানের সন্ত্রাসদমনের প্রতি সমর্থন জ্ঞাপন করে।
গুল দু'দিনের সফরে ২ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের বিরোধী দলীয় নেতাদের সঙ্গেও সাক্ষাত্ করবেন।(লিলু)
|