v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-03 19:52:03    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১২/৩

cri

   চিত্রশিল্পী চৌ শান জুও ও চৌ তা হুয়াং এর বিশ্বের চিত্রকলায় যথেষ্ট খ্যাতিমান। তারা দু'জন সহোদর ভাই। বৈশিষ্ট ও বৈচিত্র হলো তাদের চিত্রকলার অন্যতম আকর্ষণ। দু'ভাই ৩০ বছর ধরে একসাথে ছবি আঁকেন। তাদের সকল শিল্পকর্মে তাদের দু'জনেরই হাতের ছোঁয়া আছে। এখন পাশ্চাত্যের অনেক বড় বড় শিল্পপতি ও নামিদামী লোক তাদের ছবি সংগ্রহ করেন। ৪ ডিসেম্বর সংস্কৃতি সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং এ দু'জন সহোদর চিত্রশিল্পীকে পরিচয় করিয়ে দেবেন।

    চীনে প্রতি বছর দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা দারিদ্রের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ার সুযোগ হারিয়ে ফেলে। চীন সরকার তাদের অবস্থার ওপর নিবিড় দৃষ্টি রেখেছে। ২০০০ সাল থেকেই চীন সরকার সারা দেশে জাতীয় শিক্ষা সহায়তা ঋণ দেয়ার নীতি চালু করে। গত কয়েক বছরে চীনের সংশ্লিষ্ট বিভাগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহায়তা ঋণ দেয়ার নীতি বাস্তবায়নের জন্যে নানা ধরণের পদক্ষেপ নিয়েছে। ইউয়অন ইউ ফু চীনের গ্রামাঞ্চলের একটি দরিদ্র পরিবারের ছেলে। তিনি বহু বাধা-বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। ৫ ডিসেম্বর সমাজ দর্পণ আসরে শি চিং উ চীনের হোনান প্রদেশের চুং ইউয়ান শিল্প বিশ্বিবদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্র ইউয়ান ইউ ফুর কাহিনী পড়ে শোনাবেন।

    থাংখা হচ্ছে তিব্বতের এক ধরনের ধর্মীয় চিত্রকলা। সাধারণতঃ সূতি বা চটের কাপড়ে থাংখা আঁকা হয়। প্রতিটি থাংখা ১ মিটার দীর্ঘ এবং ৮০ সেন্টিমিটার চওড়া। থাংখা আঁকা শুরু হয় ১৮০০ বছর আগেকার সুংজানকানপু আমলে। থাংখার বিষয়বস্তু তিব্বতী জাতির ইতিহাস, সংস্কৃতি ও আচার ব্যবহারকে কেন্দ্র করে। এ বছরের অক্টোবরে লাসা শহরে তিব্বতী চিকিত্সা পদ্ধতি ও ঔষধ বিষয়ক থাংখা নামে একটি চিত্র প্রদর্শনীর ভবন খোলা হয়েছে। এ প্রদর্শনী ভবনে তিব্বতী চিকিত্সা পদ্ধতি, ঔষধ ও পঞ্জিকা ভিত্তিক ৮৪টি সুন্দর থাংখা প্রদর্শিত হচ্ছে। ৫ ডিসেম্বর ওরা অনন্য আসরে থান ইয়াও খাং এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল উত্তর-পশ্চিম চীনে অবস্থিত। নিংসিয়া আয়তনের দিক থেকে চীনের সবচেয়ে ছোট্ট প্রদেশের অন্যতম এবং চীনের একমাত্র হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল। ৬০ হাজার বর্গকিলোমিটার আয়তন জুড়ে ৬০ লাখ মানুষ বসবাস করেন। তাদের মধ্যে তিন ভাগের এক ভাগ হচ্ছেন হুই জাতির মুসলিম। ৬ ডিসেম্বর অর্থনীতির অগ্রযাত্রা আসরে নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াং চেং ওয়েই আপনাদের নিংসিয়ার উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা করবেন।

    হাংচৌ হচ্ছে চীনের বিখ্যাত পর্যটন শহর। হাংচৌ শহরে অবস্থিত পশ্চিম হ্রদ প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু অনেকে হয়তো জানেন না, পশ্চিম হ্রদের মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম জলস্রোত হচ্ছে চীনের একমাত্র শহরের ভিতরের জলাভূমি। পশ্চিম জলস্রোত হচ্ছে চীনের প্রথম জাতীয় পর্যায়ের জলাভূমি পার্ক। সেখানের পরিবেশ শান্ত ও সুন্দর। পানি হচ্ছে পশ্চিম জলস্রোতের আত্মা। বন্ধুরা, ৬ ডিসেম্বর চলুন বেড়িয়ে আসি আসরে এই আকর্ষণীয় পশ্চিম জলস্রোতে ভ্রমণ করুন।

    ১ ডিসেম্বর ২০তম বিশ্ব এইডস দিবস। গত এক বছরে এইডস প্রতিরোধে অনেক মহত্ প্রাণ মানুষ এগিয়ে এসেছেন। তাদের মধ্যে আছে এইডসকে পরাজিত করে পুনরায় জীবনের আলো উপভোগ করা ভাইরাসবহনকারী, আছে পুনরায় পারিবারিক সুখী জীবন উপভোগ করা অনাথ এইডসরোগী এবং এইডসের কারণে বাবা-মা হারানো অনাথ শিশু। ৭ ডিসেম্বর কন্যা জায়া জননী আসরে চুং শাও লি আপনাদের এই সম্পর্কে কিছু বলবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।