চীনের জাতীয় খাদ্য ও ঔষধ তত্ত্বাবধান ও পরিচালনা ব্যুরোর উপ-মহাপরিচালক উ চেন ৩ ডিসেম্বর পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, গত বছরের জুলাই মাসের পর থেকে চীনের সংশ্লিষ্ট বিভাগ চালানো বিশেষ নিয়ন্ত্রণ ও বিন্যাস অভিযানের ফলাফল ইতিবাচক। চীনের ঔষধ বাজারের শৃঙ্খলা অনেক বেড়েছে। ঔষধ নিরাপত্তার মানও অনেকটা উন্নত হয়েছে।
উ চেন বলেন, এ বছরের অক্টোবর মাসের শেষ দিক পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ প্রায় ৩০ হাজার রকম ঔষধের নিবন্ধন আবেদন পরীক্ষা করেছে। শিল্প প্রতিষ্ঠানগুলো ৭৩০০টি নিবন্ধন আবেদন বাতিল করে দিয়েছে। ঔষধ নিবন্ধনের আবেদনের পরিমান বিপুল মাত্রায় কমেছে এবং আবেদনের গুণগত মান উন্নত হয়েছে। বর্তমানে চালু থাকা ঔষধগুলোও পরীক্ষা করা হয়েছে। সমস্যা থাকায় ১১ শতাধিক ওষুধের বিরুদ্ধে আইনানুসারে শাস্তি দেয়া হয়েছে। তা ছাড়া ঔষধ উত্পাদন, পরিবহন ও ব্যবহারসহ নানা পর্যায়েও শৃঙ্খলা ফিরে এসেছে।
উ চেন বলেন, বিশেষ নিয়ন্ত্রণ ও বিন্যাসের সুফলের ভিত্তিতে শহরবাসী ও গ্রামবাসীদের ঔষধ সরবরাহ নিশ্চয়তাবিধান ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। যাতে জনসাধারণ মোটামুটি মানসম্পন্ন ঔষধ পায় এবং খাদ্য ও ঔষধের নিরাপত্তা নিশ্চিত করা যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|