৩ ডিসেম্বর চীনের প্রতিনিধি দলের উপপ্রধান সু ওয়েই ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে বলেন, চীন সরকার মনে করে, 'জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ কাঠামো কনভেনশন'এ নির্ধারিত 'যৌথ ও পৃথক পৃথক দায়িত্ব পালন করার নীতি অনুসরণ করে উন্নয়নশীল দেশগুলোর পুঁজি ও প্রযুক্তির সমস্যা সমাধান করা উচিত ।
তিনি বলেন, মানবজাতিকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এড়ানোর জন্য বালি সম্মেলনে অবিলম্বে সংশ্লিষ্ট কনভেনশন জোরদার এবং 'কিয়োটো প্রটোকলের' আওতায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং উন্নত দেশগুলোর দূষণ নিঃসরণের নির্ধারিত মাত্রা প্রসঙ্গেহওয়া উচিত ।
চীন মনে করে, ২০২০ সালে উন্নত দেশগুলোর গ্রীন হাউস গ্যাসের নিঃসরণের মাত্রা ১৯৯০ সালের চেয়ে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কম হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|