** মুশাররফ প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন
পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২৯ নভেম্বর ইসলামাবাদে বেসামরিক নাগরিক হিসেবে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেছেন পাকিস্তানে প্রেসিডেন্ট পদের কার্যমেয়াদ ৫ বছর।
প্রেসিডেন্ট ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি আব্দুল হামিদ দোগার শপথ বাক্য পাঠ করান। পাকিস্তানের তত্ত্বাবধায়ক মন্ত্রীসভার প্রধানমন্ত্রী মোহাম্মদ মিয়া সুমরো, সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, তত্ত্বাবধায়ক মন্ত্রীসভার সকল মন্ত্রী, পাকিস্তানের চারটি প্রদেশের গভর্নর ও শীর্ষ মন্ত্রী এবং বিভিন্ন দেশের কূটনীতিবিদ এবং নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আশফাক পারভেজ কায়ানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ২৯ নভেম্বর এক প্রেস ব্রিফিং-এ বলেছেন, পারভেজ মুশাররফ পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ায় চীন তাকে স্বাগত জানায়।
** ভারতের পার্লামেন্টে ভারত-মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে তর্কবিতর্ক হয়েছে
২৮ নভেম্বর ভারতের পার্লামেন্টে বেসামরিক পরমাণু জ্বালানী বিষয়ক ভারত-মার্কিন সহযোগিতা চুক্তি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
ভারত সরকার ৩ আগষ্ট বেসামরিক পরমাণু জ্বালানী বিষয়ক ভারত-মার্কিন সহযোগিতা চুক্তি প্রকাশের পর বিরোধি দল ভারতীয় জনতা পার্টি এবং ইউনাইটিট প্রোগ্রেসিভ আলায়েন্সের সরকার সমর্থনকারী বামপন্থী দলগুলো এই চুক্তির বিরোধিতা করে। তারা পার্লামেন্টে এই চুক্তি নিয়ে উন্মুক্ত বিতর্কের আয়োজন এবং গণভোটের অনুরোধ জানিয়েছে। ভারতীয় জনতা পার্টি অভিযোগ করে যে, এই চুক্তি ভারতের পরমাণু পরীক্ষা সম্পর্কিত পরিকল্পনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভারতের সার্বভৌমত্বের ওপর হুমকির সৃষ্টি করেছে। বামপন্থী দলগুলো মনে করে, চুক্তিটি ভারতের কূটনীতি, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের পক্ষে অনুকূল নয়।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আগে বলেছেন, ভারত সরকার পরমাণু জ্বালানী চুক্তির ফলে সৃষ্ট নানা ধরণের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আশা করেন, বিভিন্ন পক্ষ এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হবে।
** ভারত রাশিয়া থেকে ৩০০টি টি-৯০এস ট্যাংক কিনবে
পরবর্তী সাড়ে তিন বছরে ভারত রাশিয়া থেকে ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের ৩৪৭টি টি-৯০ এস ট্যাংক কিনবে। ৩০ নভেম্বর ভারত ও রাশিয়ার মধ্যে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১ ডিসেম্বর ভারতের "দ্য হিন্দু" পত্রিকা জানিয়েছে, রাশিয়া এই ট্যাংকগুলোর খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে এবং ভারতের অস্ত্র কারখানায় তা সংযুক্ত হবে। উল্লেখ্য, রাশিয়া বর্তমানে ভারতের সর্বাধিক অস্ত্র সরবরাহকারী দেশ।
** ভারতের নৌ বাহিনী ডুবো জাহাজের সংখ্যা বা[ড়াচ্ছে
২ ডিসেম্বর ভারতের ইন্ডিয়া টাইমস পত্রিকার এক খবরে জানা গেছে , ভারতের নৌ বাহিনীর স্টাফ প্রধান সম্প্রতি বলেছেন , ভারতের নৌ বাহিনী ৬টি ডুবো জাহাজ কেনা এবং রাশিয়া থেকে ১টি পরমাণু ডুবো জাহাজ ভাড়া নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ।
তিনি একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন , ৬টি ডুবো জাহাজ কেনার আন্তর্জাতিক টেন্ডার ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে আহবান করা হবে । তাছাড়া রাশিয়া থেকে আকুরা ২ পরমাণু ডুবো জাহাজ ভাড়া নেয়ার জন্যে ভারত চেষ্টা করে যাচ্ছে । ২০০৮ সাল থেকে ১০ বছরের জন্যে ডুবো জাহাজটি ভাড়া নেয়া হবে ।
উল্লেখ্য যে , বর্তমানে ভারতের রয়েছে ১৬টি প্রথাগত ডিজেল-চালিত ডুবো জাহাজ । ভারতের নৌ বাহিনীর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে তার ডুবো জাহাজের সংখ্যা ২৪টিতে উন্নীত করা ।
** ভারতের আসাম রাজ্যে উপর্যুপরি বিস্ফোরণে ২জন নিহত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যে উপর্যুপরি চারটি বিস্ফোরণে ২জন নিহত এবং ২০জনেরও বেশি আহত হয়েছে। ২৫ নভেম্বর ভারতের পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দু'ঘন্টার মধ্যেই এ চারটি বিস্ফোরণ ঘটে। আসাম রাজ্যের গৌহাটির ৫৫০ কিলোমিটার পূর্বে তিনসুকিয়া জেলায় প্রথম বিস্ফোরণ ঘটে। এতে ১ জন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়। এর পর গৌহাটির একটি বাজারে পর পর দু'টি বিস্ফোরণে কমপক্ষে ১ জন নিহত এবং ৮জন আহত হয়।
** কাবুলের কেন্দ্রস্থলে বোমা বিস্ফোরণে বহুলোক নিহত
২৭ নভেম্বর আফগানিস্তানের রাজধানি কাবুলে একটি আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণে ২জন নিহত এবং বহুলোক আহত হয়েছে। এটি হলো চারদিনের মধ্যে কাবুল এবং এর কাছাকাছি অঞ্চলে তৃতীয় বিস্ফোরণের ঘটনা। এদিন আফগান পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
কাবুলের অপরাধ তদন্ত কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, এদিন সকাল ৭টা ৫০ মিনিটে একজন আত্মঘাতী একটি বিস্ফোরকভরা সাদা গাড়ি নিয়ে কাবুলের কেন্দ্রস্থলে প্রবেশের সময় গাড়িতে রক্ষিত বোমার বিস্ফোরণ ঘটে। এতে হামলাকারী নিহত এবং বহুলোক আহত হয়।
এদিন তালিবান সশস্ত্র সংগঠনের একজন মুখপাত্র এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে। তিনি বলেন, এবারের এ আত্মঘাতি হামলাকারী হচ্ছে কাবুলের একজন তালিবান সশস্ত্র ব্যক্তি। বিস্ফোরণে ১২ জন মার্কিন নাগরিকও নিহত হয়।
|