|
৩ ডিসেম্বর ভারতের 'ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার' এক খবরে জানা গেছে, ভারতের অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম সম্প্রতি বলেছেন, তিন গিরিখাত প্রকল্পের নির্মাণে চীন সরকারের সামর্থ্য খুবই চমত্কার।
ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাত্কার দেয়ার সময় চিদাম্বরম বলেন, যদিও কেউ কেউ তিন গিরিখাত প্রকল্প নিয়ে তর্ক বিতর্ক করে,কিন্তু মনে রাখতে হবে যে কোনো উন্নত দেশের জন্যও এতো বড় ও জটিল প্রকল্প সম্পন্ন করা অনেক কঠিন । তিনি বলেন, তিন গিরিখাত প্রকল্প সম্পন্ন করতে চমত্কার নেতৃত্ব সামর্থ ও সিদ্ধান্ত দরকার । ভারতের উচিত এ ধরনের সিদ্ধান্ত ও সামর্থ্যকে উত্সাহিত করা ।
ভারত সরকারের অর্থনৈতিক নীতি প্রণয়ন ও চালুর সামর্থ্য নিয়ে কথা বলার সময় তিনি এ কথা বলেন । তিনি মনে করেন, ভারতের অর্থনৈতিক বিভাগে সংস্কার দরকার, যাতে অর্থনীতি ও সমাজের উন্নয়নসহ বিভিন্ন জটিল দায়িত্ব সম্পন্ন করা যায় ।
(ছাও ইয়ান হুয়া)
|