v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-03 18:39:02    
খেলার জগত

cri
    শুরুতেই ক্রিকেট :

    ভারত - বাংলাদেশ

    পাকিস্তান দারুন ভাবে লড়াই করে সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৫৬ রান তুলতে পেরেছে । এর মধ্যে মেসবাহুল ১৬১ রানে অপরাজিত রয়েছেন । ১২২ রানে ৫ উইকেট নিয়েছেন হরভজন সিইং আর সমান সংখ্যক রান দিইয়ে কুম্বলে পেয়েছেন ৩ উইকেট । এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ১৬০ রানের লিড নিয়ে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে ।

    এর আগে টেস্টের প্রথম দুই দিন ভারতীয় ব্যাটসম্যানরা পাকিস্তানের ওপর চালিয়েছেন যাতাকলের পেষণ । শেষ পর্যন্ত সৌভাগ্যের বরপুত্র সৌরভ গাঙ্গুলীর ইডেনে সেন্চুরী, জাফরের ডাবল সেন্চুরীর সুবাদে ৫ উইকেট পতনের পর ভারত ৬১৬ রানে ইনিংস ঘোষণা করেছিল । তৃতীয় দিন শেষে পাকিস্তান তার মূল্যবান ৬ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলতে সক্ষম হয় । তখন ফলোঅন এড়ানোর জন্য তার প্রয়োজন ছিল মাত্র ৫৯ রান ।

    ইডেনে পাক- ভারতের এ ম্যাচটির মধ্য দিয়ে প্রমানিত হল যে এ মাঠ টেস্টের জন্য নয় । এ মাঠ ওয়ান ডে'র জন্য । গত ৩ দিনে এ মাঠ থেকে রান উঠেছে ২৫৯.৫ ওভারে প্রতি বলে ৩.৭ রান করে মোট৯৭৪ রান । অবাক ব্যাপার বৈকি । এ যেন রান উতসবের মাঠ ।

    শ্রীলঙ্কার ক্যান্ডিতে গত পরশু থেকে শুরু হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট । প্রথম দিন খেলতে নেমে স্বাগতিকরা দিন শেষে মাত্র ১৮৮ তুলতে গিয়ে সবকটি উইকেট হারিয়েছে । তাদের খেলা দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে সদ্য হোয়াইট ওয়াশ হওয়ার ধাক্কাটা এখনো তারা সামলে উঠতে পারেনি । প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন সাঙ্গাকারা । প্রথম দিনের খেলায় শূন্য রানে অ্যালিস্টার কুকের উইকেট হারিয়ে ইয়ান বেলের ৩৬ এবং মাইকেল ভনের ১৩ রানসহ তোলা ৪৯ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৬ উইকেটে ১৮৬ রান করে । তৃতীয় দিনে আজ এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ২৮১ রান করেছে । শ্রীলঙ্কা ইংল্যান্ডের চেয়ে ৯৩ রান পিছিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে । ভানডর্ট এবং জয়সুরিয়া খেলতে নেমেছে ।

    সবচেয়ে মজার ব্যাপার হল গতকাল মুরালিধরন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭১০ উইকেট নিয়ে শেন ওয়ার্নের রেকর্ডকে ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড সৃস্টি করেছেন । অভিনন্দন জয়সুরিয়াকে ।

    কেপ টাউনে অনুস্ঠিত তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা৪৫.২ ওভারে ৫ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল সহজেই । প্রথমে ব্যাট করে নিউজিল্যন্ড ৮ উইকেটে ২৩৮ রান তুলেছিল ।

    এর আগে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে অনুস্ঠিত ডে নাইট ম্যাচে টসে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে নয় উইকেট হারিয়ে ২০৯ রান তুলেছিল এবং পরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সাত উইকেট হাতে থাকতেই ২১০ রান তুলে তিন ম্যাচ সিরিজে সমতা এনেছিল ।

    এদিকে জিম্বাবুয়ে সফররত ওয়েস্ট ইন্ডিজ১১০ রানে জিম্বাবুয়েকে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতা এনেছে । এর আগে হারারেতে আনুষ্ঠিত তাদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজিত হয় । এ হারের পেছনে ওয়েস্ট ইন্ডিজের একটি খোঁড়া যুক্তিও রয়েছে । আর তা হলো জিম্বাবুয়ে আসার সময় তাদের লাগেজ সমস্যায় পড়তে হয়েছিল বলে এই হার ।  

    ফুটবল

    চ্যম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের শিবিরে যখন শোকের মাতম তখন রোজেনবার্গকে ৪-০ গোলে হারিয়ে দিয়ে চেলসি ছিল আনন্দে মাতোয়ারা। বুধবার গ্রুপ পর্বের ম্যাচে জার্মান ক্লাব ওয়ার্দার ব্রেমেন তাদের ফিরতি খেলায় ৩-২ গোলে হারিয়ে রিয়ালের নক আউট পর্বে ঢোকার পথ বন্ধ করে দেয় । চূড়ান্ত পর্বের খেলা নিশ্চিত করতে আগামী মাসে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে নয়বারের এ ইউরোপিয়ান চ্যাম্পিয়নকে । বুধবার পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলতে ওঠার স্বপ্ন জিইয়ে রাখলো লিভারপুল । ডি-গ্রুপের ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফকার সঙ্গে ১-১ গোলে ড্র করে নক আউট পর্বের খেলা নিশ্চত করেছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান ।

    সি গ্রুপের ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ব্রেমেন । এ ম্যাচে জিতলেই নিশ্চিতভাবে নক আউট পর্বে উঠে যেত লা লীগা চ্যাম্পিয়নরা । কিন্তু রিয়ালের হারের মধ্য দিয়ে দারুন জমে উঠেছে সি-গ্রুপের লড়াই । গ্রুপের চারটি দলেরই চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ এখনো রয়েছে । হেরেও পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ । সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় অলিম্পিয়াকোসের স্হান দ্বিতীয় । ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্হানটি রয়েছে ব্রেমেনের দখলে । চতুর্থ স্হানে থাকা ল্যাজিওর সংগ্রহ এ পর্যন্ত পাঁচ পয়েন্ট । বি-গ্রুপের ম্যাচে দ্রগবা ম্যাজিকে নরওয়ের ক্লাব রোজেনবার্গকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠে গেছে চেলসি । গত মাসে হোম এওয়ে ম্যাচে রোজেনবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল অল বজরা । কিন্তু ফিরতি খেলায় রোজেনবার্গকে দাঁড়াতেই দেয়নি ইংলিশ জায়ান্টরা । দ্রগবার জোড়া গোলে হেসে খেলেই ম্যাচ জিতে নেয় চেলসি । ম্যাচের ৭ ও ২০ মিনিটে পর পর দু'বার গোল করে দলকে জয়ের সূচনা এনে দেন দ্রগবা । ৪০ মিনিটে একটি ফ্রি কিক থেকে চেলসির পক্ষ তৃতীয় গোলটি করেন ব্রাজিলীয় ডিফেন্ডার অ্যালেক্স । ৭৩ মিনিটে রোজেনবার্গের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জো কোল। অপর এক ম্যাচে স্প্যনিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মান ক্লাব শালকো ।

    এবারে ইউরো চ্যাম্পিয়নশীপের খবর ।

    রোববার ইউরো চ্যাম্পিয়নশীপ২০০৮ -এর চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল সুইজারল্যান্ডের লুকারনোতে । বাছাই প্রতিযোগিতা থেকে উঠে আসা ১৪টি দলকে নিয়ে মোট ১৬ টি দলের মূল প্রতিযোগিতার লক্ষে এ ড্র অনুষ্ঠিত হয় । আগামী ৭ জুন বাসেলে আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র । চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০০৮-এর ২৯ জুন ।