তিব্বতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার পরপর ৭ বছরে ১২ শতাংশেরও বেশি । অনুমাণ করা হচ্ছে, ২০০৭ সালে তিব্বতের উত্পাদন মূল্য ৩৪.২ বিলিয়ন রেনমিনপি হবে এবং প্রবৃদ্ধির হার দাঁড়াবে ১৪ শতাংশ । গত ১১ বছরের মধ্যে এই প্রবৃদ্ধি সর্বোচ্চ।
২০০৩ সাল থেকে তিব্বতী কৃষক ও পশুপালকদের আয়ের প্রবৃদ্ধিঅব্যাহতভাবে ১০ শতাংশের ওপরে । চলতি বছর কৃষক ও পশুপালকদের আয় গত বছরের চেয়ে ১৪ শতাংশেরও বেশি ।
৫০ বছরেরও বেশি সময়ের চেষ্টার মাধ্যমে তিব্বতীদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে । তিব্বতীরা শিক্ষা ও চিকিত্সা ক্ষেত্রে ব্যাপকভাবে বিনামূল্যে কল্যাণমূলক সেবা উপভোগ করেন ।
(ছাও ইয়ান হুয়া)
|