২ ডিসেম্বর উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি'র মহাসচিব আবদুল রহমান আল আত্তিয়াহ্ দোহায় সংবাদদাতাদেরকে জানান, ৩ ডিসেম্বর অনুষ্ঠিত জিসিসি শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপসাগরীয় বাজার খোলার সিদ্ধান্ত নেওয়া হবে ।
তিনি বলেন, শীর্ষ সম্মেলন জিসিসি. অর্থনৈতিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন দেশের নেতাদের কাছে পেশ করা সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী বাজারটি খোলা হবে ।এছাড়া, শীর্ষ সম্মেলন সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট বিনিময় মুদ্রা নির্ধারণ করা হবে, যাতে সব সদস্য দেশের মধ্যে একক মুদ্রা ব্যবহার করা যায় ।
জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে এবারের শীর্ষ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । এবারই প্রথম কোনো ইরানী প্রেসিডেন্ট এ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ নেলেন ।কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সাবাহ্ আল সালেম আল সাবাহ্ ২ ডিসেম্বর বলেন, জি.সি.সি'র পক্ষ থেকে আহমেদিনেজাদকে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হলো তার কাছ থেকে ইরানের পরমাণু গবেষণার লক্ষ্য সম্পর্ক জানা , যাতে জি.সি.সি.'র সদস্যদেশগুলো নিশ্চিন্ত হবে পারে ।
(ছাও ইয়ান হুয়া)
|