চীনের অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে , হোয়াই হো নদীর অববাহিকার বন্যাকবলিত এলাকাগুলোর জনসাধারণের সহায়তায় কেন্দ্রীয় সরকার ৩৩ কোটি ২০ লাখ ইউয়ান বরাদ্দ করবে ।
এ বছেরের বর্ষা মৌসুমে চীনের হোয়াই হো নদীর অববাহিকায় ১৯৫৪ সালের পর দ্বিতীয় ভয়াবহ বন্যা দেখা দেয় । গুরুত্বপূর্ণ বাঁধ ও অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মধ্য চীনের আনহুই ও হোনান প্রদেশ পর পর বন্যা ধারণ ও নিষ্কাশন এলাকা খুলেছে এবং চিয়াং সু প্রদেশও সমুদ্রে প্রবেশের পথ খুলেছে ।
চীনের অর্থ ও জলসেচ মন্ত্রণালয় এ তিনটি প্রদেশের সংশ্লিষ্ট বিভাগের কাছে সাহায্য বাবদ এ অর্থ বিলি করার কাজে তাগিদ দিয়েছে ও পরামর্শ করার আবেদন জানিয়েছে , যাতে এ অর্থ সময়মত ও পর্যাপ্ত পরিমাণে জনসাধারণের হাতে পৌঁছায়
|