২ ডিসেম্বর সন্ধ্যায় রাশিয়ার পঞ্চম রাষ্ট্রীয় দুমার নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে । সর্বশেষ খবরে জানা গেছে, এতে ভ্লাদিমির পুতিনের দল দ্যইউনাইটেড রাশিয়া পার্টি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে।
এদিন রুশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভাইস-চেয়ারম্যান স্তানিসলাভ ভাভিলোভ সংবাদমাধ্যমকে বলেন, রাশিয়ার অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে ইউনাইটিড রাশিয়া পার্টি ভোট পাওয়ার হার অনেক বেশি। এখন মোট প্রদত্ত ৫৪.৭ শতাংশ ভোটের মধ্যে ইউনাইটিড রাশিয়া পার্টিই পেয়েছে ৬২.৯ শতাংশ ।
ভোট দেয়া শেষের পর, রুশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যানভ্লাদিমির চুরভ বলেন, এবারের দুমা নির্বাচনে ভোটদানের হার ৬০ শতাংশ এবং এ ভোট বৈধ ।
ইউনাইটিড রাশিয়া পার্টির চেয়ারম্যান এবং চতুর্থ দুমার চেয়ারম্যান বোরিস গ্রিজলোভ এদিন বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন এবারের দুমার নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টির জয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দুমার প্রাথমিক ফলাফল থেকে জানা গেছে, ইউনাইটেড রাশিয়া পার্টি দেশের জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে। তিনি অনুমান করেন, নতুন দুমা ইউনাইটেড রাশিয়া পার্টি, কমিউনিস্ট পার্টি, রুশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া এবং ফেয়ার রাশিয়াসহ চারটি পার্টিকে নিয়ে গঠিত হতে পারে।--ওয়াংহাইমান
|