২ ডিসেম্বর ভারতের ইন্ডিয়া টাইমস পত্রিকার এক খবরে জানা গেছে , ভারতের নৌ বাহিনীর স্টাফ প্রধান সম্প্রতি বলেছেন , ভারতের নৌ বাহিনী ৬টি ডুবো জাহাজ কেনা এবং রাশিয়া থেকে ১টি পরমাণু ডুবো জাহাজ ভাড়া নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ।
তিনি একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন , ৬টি ডুবো জাহাজ কেনার আন্তর্জাতিক টেন্ডার ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে আহবান করা হবে । তাছাড়া রাশিয়া থেকে আকুরা ২ পরমাণু ডুবো জাহাক ভাড়া নেয়ার জন্যে ভারত চেষ্টা করে যাচ্ছে । ২০০৮ সাল থেকে ১০ বছরের জন্যে ডুবো জাহাজটি ভাড়া নেয়া হবে ।
উল্লেখ্য যে , বর্তমানে ভারতের রয়েছে ১৬টি প্রথাগত ডিজেল-চালিত ডুবো জাহাজ । ভারতের নৌ বাহিনীর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে তার ডুবো জাহাজের সংখ্যা ২৪টিতে উন্নীত করা ।
|