চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২ ডিসেম্বর জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সংগে ফোনালাপ করেছেন ।
ওয়েন চিয়া পাও বলেন , জলবায়ু পরিবর্তন হচ্ছে সমগ্র মানবজাতির সামনে একটি অভিন্ন চ্যালেঞ্জ । এ চ্যালেঞ্জের মোকাবিলার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে " জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো কনভেনশন" ও "টোকিও প্রটোকলের" আওতায় অভিন্ন , তবে পৃথক দায়িত্বের নীতি অনুসারে নিজ নিজ অবদান রাখা । শিল্পোন্নত দেশগুলোর উচিত প্রথমে ব্যাপকহারে গ্রিন হাউস গ্যাস নির্গমণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর সামর্থ্য বাড়ানো । উন্নয়নশীল দেশগুলোর উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী নানা ধরণের কার্যকর ব্যবস্থা নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে সাধ্যমত অবদান রাখা ।
ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন , চীন সরকার জলবায়ু পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে এবং নিজের টেকসই উন্নয়ন কৌশল অনুসারে স্বতস্ফুর্তভাবে জ্বালানী সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাস নির্গমণ হ্রাসের ক্ষেত্রে ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে ।
ফোনালাপে বান কি মুন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন সরকারের ইতিবাচক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে
|