তৃণভূমির অবনতি হওয়ার প্রবণতা রোধে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে নানা ধরণের ব্যবস্থা নিচ্ছে ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষি ও পশু পালন বিভাগের একজন কর্মকর্তা বলেন , গত কয়েক বছরে তিব্বত মালভূমিতে ঘন ঘন বিপর্যয়কর আবহাওয়া দেখা দেয় । পাশাপাশি তৃণভূমিতে কীট-পতংগের প্রাদুর্ভাব এবং অতিরিক্ত মাত্রায় পশু চারণের ফলে তৃণভূমির অবনতি হওয়ার প্রবণতা আরো স্পষ্ট হয়ে উঠেছে । এক পরিসংখ্যান থেকে জানা গেছে , তিব্বত অঞ্চলের অবনতি হওয়া তৃণভূমির আয়তন সারা অঞ্চলের ৫০ শতাংশেরও বেশি ।
২০০৪ সাল থেকে তিব্বত সরকার ১৭ লাখ হেক্টর তৃণভূমিতে পশু চারণ নিষিদ্ধকরণ ও ঘাস লাগানোর মত নানা ব্যবস্থা নিয়েছে । ফলে ঐসব তৃণভূমির ঘাসগুলোকে কার্যকরভাবে পুনরুদ্ধার করা গেছে ।
ইঁদুর ও নানা ধরণের কীট-পতংগের প্রাদুর্ভাব মোকাবিলায় এ বছর তিব্বত সরকার ছিংহাই-তিব্বত রেলপথের আশেপাশের তৃণভূমিতে ১ হাজার ৮ শতাধিক উঁচু ফ্রেইম স্থাপন করেছে , যাতে ইঁদুরের চিরশত্রু ইগলকে আকৃষ্ট করা যায় ।
|