চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি ও জাপানের পররাষ্ট্র মন্ত্রী কোমুরা মাসাহিকো ১ ডিসেম্বর পেইচিংয়ে নিজ নিজ সরকারের পক্ষে ২০০৭ সালে জাপান সরকার কতৃক চীনকে জাপানী ইয়েন ঋণদানের সরকারী বিনিময় স্মারক স্বাক্ষর করেছেন। এটা হবে শেষ বারের মতো জাপানের দেওয়া চীনকে দীর্ঘকালীন অল্প-সুদের ঋণ।
জানা গেছে, ২০০৭ সালে চীনকে দেওয়া জাপানী ঋণের মূল্য ৪৬ বিলিয়ন জাপানী ইয়েন। এই অর্থ চীনের ছয়টি পরিবেশ সংরক্ষণ প্রকল্পে ব্যয় হবে। এখনো পর্যন্ত জাপান চীন সরকারকে মোট ৩.২ ট্রিলিয়ন জাপানী ইয়েন ঋণ দিয়েছে।
চীনকে সাহায্য দেয়ার অংশ হিসেবে জাপান ১৯৭৯ সাল থেকে চীনকে এই ঋণ দেওয়া শুরু করে।
২০০৫ সালে জাপান ঘোষণা করেছে যে, ২০০৮ সালে চীনকে জাপানী ইয়েন ঋণদান বন্ধ করা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|