১ ডিসেম্বর ২০তম বিশ্ব এইডস দিবস । এ উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৩০ নভেম্বর আবারো বিশেষভাবে হোনান প্রদেশের সাংছাই জেলায় এইডস রোগী এবং এইডসের কারণে বাবা মা হারানো শিশুদের দেখতে যান ।
উল্লেখ্য, চীনে সাংছাই জেলার এইডস রোগের অবস্থা অপেক্ষাকৃত গুরুতর । ২০০৫ সাল ওয়েন চিয়াপাও সাংছাই জেলায় এইডসের কারণে পরিবারপরিজন হারানো বৃদ্ধবৃদ্ধা এবং শিশুদের দেখতে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবের আগের দিনটি কাটিয়েছিলেন ।
৩০ নভেম্বর প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সর্বপ্রথমএইডসেবাবা মা হারানো শিশুদের দেখতে যান এবং তাদের সঙ্গে দুপুরের খাবার খান । তিনি শিশুদের লেখাপড়া এবং জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন ।
এর পর ওয়েন চিয়াপাও সাংছাই জোলার ওয়েন লৌ গ্রামে এইডস রোগীদের দেখতে যান । এখানকার এইডস রোগীরা বিনাপয়সায় চিকিত্সা পাচ্ছেন। চিকিত্সার পর তাদের অবস্থা অনেকটা ভালো। ওয়েন চিয়াপাও রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিজ্ঞানসম্মতভাবে চিকিত্সা করতে উত্সাহ দেন । তিনি জোর দিয়ে বলেছেন , এইডস রোগীদের প্রতি সামাজিক বৈষম্য নিরসন করার জন্য প্রচার মাধ্যমে সচেতনতামূলক জোরদার করতে হবে । --চুং শাওলি
|