১ ডিসেম্বর ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি সায়িদ জালিলি তেহরানে বলেন, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের লন্ডন বৈঠকে কোনো সাফল্য অর্জিত না হওয়ার জন্য ইরানকে দোষারোপ করা হবে না । ইরান অব্যাহতভাবে তার পরমাণু অধিকার সুরক্ষা করবে বলে তিনি আবারও ঘোষণা দেন ।
তেহরানে পৌঁছার পর সায়িদ জালিলি সংবাদমাধ্যমকে জানান , আসলে ইরান নিজের অধিকার সুরক্ষা করেই তার সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবে । কিন্তু ইরান 'পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির' আওতার বাইরের কোনো অনুরোধকে গ্রহণ করবে না ।
তিনি পুনরায় ঘোষণা করেন, ই.ইউ. নিরাপত্তা পরিষদকে যে রিপোর্টই দিক না কেন , ইরান অব্যাহতভাবে 'পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির' কাঠামোর অধীনে নিজের অধিকার সুরক্ষা করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|