সম্প্রতি পেইচিংয়ে প্রকাশিত "চীনে এইডস প্রতিরোধ সম্পর্কিত যৌথ বিবরণ--২০০৭" থেকে জানা গেছে , চলতি বছরের অক্টোবরের শেষ নাগাদ চীনে প্রায় ৪০ হাজার লোক এইডস ভাইরাস প্রতিরোধের চিকিত্সা গ্রহণ করেছেন।
এ বছরের অক্টোবর মাসের শেষ নাগাদ চীনের এইডস ভাইরাস প্রতিরোধের চিকিত্সা কাজ গোটা চীনের ৩১টি প্রদেশ ও কেন্দ্র শাসিত মহা নগরে চালু হয়েছে । চীনে ১৫ বছরের বেশি বয়সী এইডস রোগীর মধ্যে প্রায় ৩৯ হাজার ভাইরাস প্রতিরোধের চিকিত্সা গ্রহণ করেছে ।
এছাড়া চীন ২০০৫ সালে শিশু বিদ্যালয়েও ভাইরাস প্রতিরোধ কার্যক্রম চালু করেছে। এ বছরের অক্টোবর মাসের শেষ নাগাদ মোট ৮০৫টি শিশু চিকিত্সা গ্রহণ করেছে ।
"চীনে এইডস প্রতিরোধ সম্পর্কিত যৌথ বিবরণ--২০০৭" চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় , এইডস বিষয়ক জাতিসংঘ কর্মসূচী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে । --চুং শাওলি
|