চীনে জাতিসংঘ শিশু তহবিল-এর প্রতিনিধি ডঃ ইন ইন ওয়ে সম্প্রতি পেইচিংয়ে এক সাক্ষাত্কারে চীন সরকারকে দায়িত্বশীল সরকার অভিহিত করে বলেন , চীনে এইডসের কারণে বাবা মা হারানো শিশুদের এবং শিশু রোগীদের ভবিষ্যত দিন দিন ভাল হবে বলে তিনি বিশ্বাস করেন ।
তিনি জানান , ২০০৫ সাল থেকে এ পর্যন্ত চীনে আটশ'রও বেশি শিশু এইডস রোগী বিনা খরচে যার যার বয়স অনুযায়ী চিকিত্সা গ্রহণ করেছে । তাছাড়া চীনে নানা ধরণের লালন ও পরিচর্যাসংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে । এইডসের কারণে বাবা মা হারানো ৯০ শতাংশেরও বেশি শিশু জীবনযাপন ও লেখাপড়ায় সাহায্য পেয়েছে। কিশোর বয়সী ছেলেমেয়েরা পেশাগত প্রশিক্ষণ পেয়েছে ।
তিনি উল্লেখ করেন , এইডস রোগী শিশু এবং এইডসের কারণে বাবা মা হারানো শিশুকে সমর্থন ও চিকিত্সা করতে শুধু বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণ ওষুধই দরকার তা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পুষ্টি, অনুভূতি এবং মানসিক দিক থেকে তাদের সমর্থন করা । পাশাপাশি গর্ভবতীদের এইডস সম্পর্কিত সচেতনতা জোরদার করতে হবে এবং তাদেরকে এইডস বা এইচ আইভি ভাইরাস পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে ।--চুং শাওলি
|