পরবর্তী সাড়ে তিন বছরে ভারত রাশিয়া থেকে ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের ৩৪৭টি টি-৯০ এস ট্যাংক কিনবে। ৩০ নভেম্বর ভারত ও রাশিয়ার মধ্যে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১ ডিসেম্বর ভারতের "দ্য হিন্দু" পত্রিকা জানিয়েছে, রাশিয়া এই ট্যাংকগুলোর খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে এবং ভারতের অস্ত্র কারখানায় তা সংযুক্ত হবে।
টি-৯০এস ট্যাংক হচ্ছে রাশিয়ার টি-৯০ ট্যাংকের সর্বশেষ সংস্করণ। এ ট্যাংকে এক মিটার পুরু ও অত্যন্ত শক্তিশালী ধাতব ঢাল রয়েছে। ট্যাংকটি রকেট ও ক্ষেপণাস্ত্রর আঘাত প্রতিরোধে সক্ষম। এটা রুশ স্থল বাহিনীর সবচেয়ে উন্নত মানের আক্রমণ ট্যাংক।
উল্লেখ্য, রাশিয়া বর্তমানে হচ্ছে ভারতের সর্বাধিক অস্ত্র সরবরাহকারী দেশ।
(ইয়ু কুয়াং ইউয়ে)
|