প্রিয় শ্রোতাবন্ধুরা, আমি আপনাদের বন্ধু লিলি। সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের খুলনা জেলার নাছিরপুর গ্রামের দি সোনার বাংলা রেডিও ফ্যান ক্লাবের সভাপতি আব্দুল বাতেন আমাদের অনুষ্ঠানে সুবীর নন্দীর কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো: কত যে তোমাকে বেসেছি ভাল, সে কথা তুমি যদি জানতে, এ হৃদয় চিরে যদি দেখানো যেত। সে কথা তুমি মানতে। আচ্ছা, চলুন, সবাই মিলে গানটি শোনা যাক।
বাংলাদেশের বগুড়া জেলার খাদুলী গ্রামের ন্যাশনাল রেডিও ডিএক্স ক্লাবের প্রেসিডেন্ট এম.এ কাদের রাজু আমাদের অনুষ্ঠানে ভূপেন হাজারিকার কন্ঠে "মানুষ মানুষের জন্য"গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, বন্ধুরা, তাহলে আপনার পছন্দের গানটিই শুনুন।
ভারতের আসাম রাজ্যের ২ নম্বর দক্ষিণ শীয়া পারা গ্রামের হাবেল খান, আব্দুল মোতালেব, সাইদুল ইসলাম, লোকমান হাকিম এবং ছিদ্দিক আলী আমাদের অনুষ্ঠানে শিল্পী আয়ুব বাচ্চুর কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কথা হলো: আম্মাজান আম্মাজান চোখের জপী আম্মাজান। কিন্তু, বন্ধুরা, দুঃখিত, গানটি আমার হাতে নেই। তাহলে আয়ুব বাচ্চুর কন্ঠে আরেকটি গান শুনবো। গানের নাম: পরের জায়গা পরের জমি।
কি বন্ধুরা, কেমন লাগলো? জানাবেন কিন্তু।
বন্ধুরা, আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠানের সর্বশেষ শ্রোতা হচ্ছেন, বাংলাদেশের বগুড়া জেলার ডাকাহার বেতার বন্ধু সংসদের সভাপতি মো: ওমর ফারুক। আপনি আমাদের অনুষ্ঠানে আলম আরা মিনুর গাওয়া একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো: যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ কোটি সোনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। কিন্তু, দুঃখিত ভাই, গানটি আমাদের হাতে নেই। তাই এখন আমরা একসঙ্গে আলম আরা মিনুর গাওয়া আরেকটি গান শুনবো। গানের কথা : তার পরে এক যুগ কেটে গেলো। শুনুন তাহলে।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাতে ভুলবেন না। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে। (লিলি)
|