চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও ৩০ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি-এর আমন্ত্রণে জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোমুরা মাসাহিকো ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চীন সফর করেন।
ইয়াং চিয়েছি কোমুরা মাসাহিকোর সঙ্গে বৈঠক করবেন। তাঁরা চীন-জাপান সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ িত সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করবেন। কোমুরা মাসাহিকোর নেতৃত্বে জাপানের একটি প্রতিনিধি দল চীন-জাপানের অর্থনীতি বিষয়ক উচ্চপর্যায়ের সংলাপ ব্যবস্থার প্রথম সম্মেলনে অংশ নেবে। (লিলি)
|