চীনের পুরার্কীর্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রথম পেইচিং আন্তর্জাতিক মেলা ৩০ নভেম্বর শুরু হয়েছে । মেলায় চীনের এক শোটিরও বেশি পুরাকীর্তি প্রদর্শিত হচ্ছে ।
এবারের মেলায় পুরাকীর্তি প্রদর্শনের পাশাপাশি চীনের পুরাকীর্তির ওপর আয়োজিত একটি সেমিনারে দেশী-বিদেশী বিশেষজ্ঞগণ মত বিনিময় করবেন । ব্রিটেন , ফ্রান্স ও থাইল্যান্ডসহ ৭টি দেশ ও অঞ্চলের বেশ কয়েকজন চীনের পুরাকীর্তি বিষয়ক বিশেষজ্ঞ , ব্যবসায়ী , ব্যক্তিগত যাদুঘর এবং পুরাকীর্তি নিলামকারীদের প্রতিনিধিরা এ মেলায় অংশ নিচ্ছেন ।
খবরে প্রকাশ , আগে চীন থেকে বিদেশে ব্রোঞ্জ দ্রব্য , চীনা মাটির সামগ্রী , যসম পাথরজাত দ্রব্য ও রেশমী বস্ত্রসহ যে ৮ ধরনের মূল্যবান পুরাকীর্তি পাচার হয়েছে , সে সব পুরাকীর্তি এ মেলায় প্রদর্শিত হচ্ছে । (থান ইয়াও খাং)
|