চীনের জাতীয় পরিবেশ রক্ষা ব্যুরোর প্রধান চৌ শেন সিয়েন বলেন , চীন জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা-- ইউ এন ই পি'র কার্যক্রমকে সমর্থন করে যাবে এবং ইউ এন ই পি'র সঙ্গে সহযোগিতায় পরষ্পরের কাছ থেকে অভিজ্ঞতা নেবে ।
ইউ এন ই পি'র কার্যনির্বাহী চেয়ারম্যান আছিম স্টেইনারের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন ।
চৌ শেন সিয়েন চীনের পরিবেশ সংরক্ষণ কাজের প্রতি স্টেইনার ও ইউ এন ই পি'র সমর্থন ও সাহায্যের গভীর মূল্যায়ন করে বলেন , পরিবেশের গুণগত মান উন্নত করার লক্ষ্য বাস্তবায়নের জন্য চীনকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে । প্রচেষ্টা চালানোর পাশাপাশি চীনকে উন্মুক্ত মনোভাব পোষণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বহুমুখী সহযোগিতাও চালাতে হবে ।
চীনের সঙ্গে ইউ এন ই পির সহযোগিতার ভবিষ্যত সম্পর্কে স্টেইনার আশাবাদী । তিনি আশা করেন দু' পক্ষ আরো বেশি ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা চালিয়ে বিশ্বের পরিবেশ সংরক্ষণে আরো বেশি অবদান রাখবে ।
|