ফিলিস্তিন-ইসরাইল শান্তিপূর্ণ প্রক্রিয়া দুরুহ ও জটিল। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন।
২৯ নভেম্বর তিউনিসিয়ায় আয়োজিত 'ফিলিস্তিন জনগণের আন্তর্জাতিক সংহতি দিবস'-এ তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিন-ইসরাইল শান্তিপূর্ণ প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে পূর্ব জেরুজালেম রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ২০০৮ সালে জেরুজালেম, শরণার্থী, বসতি এলাকা, সীমান্ত, নিরাপত্তা ও পানি সম্পদসহ বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা। যাতে অবিলেম্বে কার্যকর সমাধানে পৌঁছানো যায়।
আব্বাস আরো বলেছেন, মধ্য-প্রাচ্য সমস্যা সংক্রান্ত অ্যান্যাপলিস সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে শান্তিপূর্ণ বৈঠক আবার শুরু। কিন্তু অ্যান্যাপলিস সম্মেলনের লক্ষ্য বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন প্রচেষ্টা চালানো প্রয়োজন। (খোং চিয়াচিয়া)
|