২৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এক খসড়া প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্য-প্রাচ্য সমস্যা বিষয়ক অ্যান্যাপলিস সম্মেলনের সাফল্যের ব্যাপারে সমর্থন চেয়েছে।
এ দিন বিকালে নিরাপত্তা পরিষদ একটি রূদ্ধদ্বার বৈঠকের আয়োজন করে প্রাথমিকভাবে মার্কিন খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। বৈঠকের পর জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি জালমেই খালিলজাদ তথ্য মাধ্যমকে জানিয়েছেন, খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সমর্থন পেয়েছে। নিরাপত্তা পরিষদের এই মাসের পালাক্রমিক সভাপতি, জাতিসংঘে ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধি মার্টি নাতালেগাওয়া বলেছেন, নিরাপত্তা পরিষদ ৩০ নভেম্বর মধ্য-প্রাচ্য সমস্যার ওপর বিতর্কের পর এই খসড়া প্রস্তাব গ্রহণ করবে। (খোং চিয়া চিয়া)
|