৩০ নভেম্বর জাপানের আসাহি শিমবুন পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, চীনা গণ মুক্তি ফৌজের নৌবহরের জাপান সফর প্রতিরক্ষা বিনিময়ের ক্ষেত্রে দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
এতে বলা হয়, চীনের নৌবহরের জাপান এবারের সফর হচ্ছে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর প্রথম সফর। বিনিময় ও সংলাপের মাধ্যমে জাপান এবং চীন প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক আস্থা স্থাপনে সক্ষম হবে। এটি দু'দেশের সম্পর্ক, তথা এশিয়ার স্থিতিশীলতা সুরক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিবন্ধে আরো বলা হয়েছে, দু'দেশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে "শেনচেন" দু'দেশের প্রতিরক্ষা বিনিময়ের সূচনা হিসেবে ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। (লিলি)
|