চীনা গণ মুক্তি ফৌজের "শেনচেন"নৌবহরের জাপান সফরকে স্বাগত জানানোর জন্য ২৯ নভেম্বর জাপানে চীনা দূতাবাসে এক সংবর্ধনানুষ্ঠানের আয়োজন করা হয়।
জাপানে চীনের রাষ্ট্রদূত ছুই থিয়ানখাই , "শেনচেন" নৌবহরের সেনাপতি, নৌবাহিনীর মেজর জেনারেল সিও সিননিয়ান, নৌবহরের ২০০ জন সদস্য এবং দূতাবাসের সকল কর্মকর্তারা এবারের সংবর্ধনানুষ্ঠানে অংশ নিয়েছেন। ছুই থিয়ানখাই তাঁর ভাষণে বলেছেন, চীন এবং জাপানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের ৩৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে "শেনচেন" নৌবহরের প্রথমবারের মতো জাপান সফর খুব গুরুত্বপূর্ণ। এবারের সফর প্রতিরক্ষা ক্ষেত্রে দু'দেশের বিনিময় জোরদার, দু'দেশের জনগণের পারস্পরিক আস্থা বাড়ানো এবং দু'দেশের সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করবে।
সিও সিননিয়ান বলেন, এবারের সফর হচ্ছে ঐতিহাসিক সফর। নৌবহরের সদস্যরা এবারের সফরে অংশ নেয়ার জন্য গেরিব বোধ করেন। (লিলি)
|