চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করে বিশ্বের পরিবেশ সমস্যা মোকাবেলা করতে ইচ্ছুক। চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ২৯ নভেম্বর পেইচিংএ চীনের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা কমিশন ২০০৭-এর বার্ষিক সম্মেলনে অংশ গ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেছেন।
ওয়েন চিয়া পাও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নিঃসরণ কমানোর জন্যে চীন অনেক প্রচেষ্টা চালিয়েছে এবং এ ক্ষেত্রে প্রাথমিক সাফল্য অর্জতি হয়েছে।
|