উত্তর-দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদ্বয়ের তিনদিনব্যাপী বেঠক ২৯ নভেম্বর পিয়ংইয়ং-এ শেষ হয়েছে । উভয় পক্ষ ৭টি বিষয়ে মতৈক্যে পৌঁছেছে । কিন্তু দু'পক্ষ কোরীয় উপদ্বীপের পশ্চিম সমুদ্রে যৌথ মত্স শিকার অঞ্চল গড়ে তোলার ব্যাপারে এক মত হয় নি ।
৭টি বিষয়সহ এ চুক্তিতে উভয় পক্ষ দু'দেশের অর্থনৈতিক সহযোগিতা প্রকল্পের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান , আগামী বছর পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী অধিবেশন আয়োজন এবং দু'দেশের উপ-প্রতিরক্ষা মন্ত্রীসহ যৌথ সামরিক কমিশন গঠন করতে সম্মত হয়েছে । (থান ইয়াও খাং)
|