v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-29 20:00:21    
দ্রুত উন্নত সিনিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নত অঞ্চল

cri
ছিংহাই প্রদেশ উত্তর-পশ্চিম চীনের ছিংহাই-তিব্বত পার্বত্য এলাকার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। ইয়াসি ও হু নদীর উত্পত্তিস্থান এই ছিংহাই প্রদেশে অবস্থিত। ছিংহাই প্রদেশের রাজধানী সিনিং, উন্নত অর্থনীতির অঞ্চল ছিংহাই প্রেদশের একমাত্র জাতীয় অর্থনৈতিক প্রযুক্তিগত উন্নত অঞ্চল। গত কয়েক বছর ধরে উন্নত অর্থনীতি অঞ্চল সিনিং বরাবরই ছিংহাই প্রদেশের অর্থনীতি উন্নয়নের বৃহত্তম প্রতিনিধিত্বমূলক অঞ্চল। এবারের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্কিত কিছু কথা বলবো।

২০০০ সালের জুলাই মাসে উন্নত অর্থনীতি সিনিং অঞ্চল নির্মাণের বিষয়টি অনুমোদিত হয়। তখন সিনিং শহরের সরকার মাত্র এক লাখ ইউয়ান রেনমিনপি বিনিয়োগে এ অঞ্চলের নির্মাণ কাজ শুরু করেন।

৭ বছরের প্রচেষ্টার পর এখন ৫শোরও বেশি শিল্প-প্রতিষ্ঠান সিনিং উন্নত প্রযুক্তি অর্থনৈতিক অঞ্চলে পরিনত হয়েছে। সিনিং উন্নত অর্থনীতির অঞ্চলে পুঁজি বিনিয়োগের পরিমান ১০ বিলিয়নেরও বেশি ইউয়ান রেনমিনপি ও কর্মচারীর সংখ্যা এখন প্রায় ২০ হাজার।

ছিংহাই প্রদেশের অর্থনৈতিক পরিকল্পনা কমিটির ভাইস পরিচালক ছেন চি চং বলেছেন, সিনিং উন্নত অর্থনীতির অঞ্চল অঞ্চলের উন্নয়ন ব্যাপকভাবে ছিংহাই প্রদেশের শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করছে। তিনি আরো বলেছেন,

(রে ১)

'এ কয়েক বছর ছিংহাই প্রদেশের শিল্প ক্ষেত্রে দ্রুত ও সুষ্ঠু উন্নত হচ্ছে। ২০০৬ সালে প্রদেশিক পর্যায়ের শিল্পের মুনাফা ২৪.০৩ বিলিয়ন ইউয়ান রেনমিনপি দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এ অঞ্চলের শিল্প ক্ষেত্রের মুনাফা বাড়ায় এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে সিনিং শিল্প ক্ষেত্রে একটি শতকরা ২৫.৫ ভাগ সকলতা লাভ করেছে। এটি ছিংহাই প্রদেশের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।'

ছেন চিচং বলেছেন, সিনিং উন্নত অর্থনীতির অঞ্চল সারা ছিংহাই প্রদেশের অর্থনীতির কাঠামো পুর্ণাংগকরণ ও সমন্বয় এবং সারা প্রদেশের অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সিনিং উন্নত অর্থনীতির অঞ্চলের দ্রুত উন্নয়ন এ অঞ্চলের পরিচালনা সংস্থার নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সংগতিপূর্ণ। সিনিং উন্নত অর্থনীতির অঞ্চলের একজন কর্মকর্তা কুও থিয়ানমিং মনে করেন, অন্যান্য দেশের আধুনিক প্রযুক্তি থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ও উন্নয়নের ধারণা হল সিনিং উন্নত অর্থনীতির অঞ্চলের সাফল্য লাভের মূল দিক। তিনি বলেছেন,

(রে ২)

'ছিংহাই প্রদেশ বেশি ধনী ছিল না। কিন্তু আমি মনে করি, ছিংহাই প্রদেশের আরো বেশি প্রয়োজনীয় দিক হল আধুনিক ধারণা ও উদার মনোভাব। সিনিং উন্নত অর্থনীতির অঞ্চল নির্মাণের লক্ষ্য হল বাইরে আধুনিক ধারণা, সম্পদ বিক্রী ও পরিচালনার পদ্ধতি শিখা। যাতে আমাদের স্থানীয় জ্বালানী সম্পদের সুবিধার সুযোগ নিয়ে শিল্পের উন্নয়ন করা যায়। এর মাধ্যমে অতীতের অনগ্রসর অবস্থার অনেক পরিবর্তন হয়েছে।'

এ নতুন উন্নয়নের ধারণা ও পরিচালন ব্যবস্থায় সিনিং মাত্র এক বছরের মধ্যেই উন্নত অর্থনীতির অঞ্চলের অবকাঠামো নির্মাণ, পরিকল্পিত শিল্প নির্মাণ, ব্যবসায়ী সংগ্রহ ও পরিচালনার ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছে।

ছিংহুয়া বোচং জীব-বিদ্যা প্রযুক্তি কোম্পানি হল উচ্চ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের একটি কোম্পানি। এ কোম্পানির জেনারেল ম্যানেজার লু ছাংচেং মনে করেন, সিনিং উন্নত অর্থনীতির অঞ্চল শুধু যে বৈশিষ্ট্যময় অর্থনীতি ও সুবিধাজনক শিল্প জোরদারের গুরুত্বপূর্ণ কেন্দ্র তা নয়, বরং ছিংহাই প্রদেশ নতুন শিল্প পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ চালক ও বাট। তিনি আরো বলেছেন,

(রে ৩)

'আমরা ছিংহাইতে এসেছি মাত্র এক বছর হল। আমরা সিনিং উন্নত অর্থনীতির অঞ্চলের দ্রুত উন্নয়ন অনুভব করি। এ অঞ্চল উন্নয়নের প্রবণতার গতি অনেক ভাল। এটি হল ছিংহাই প্রদেশের অর্থনীতি বাস্তব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমি মনে করি, বর্তমান প্রবণতার কারণে আরো দ্রুত উন্নয়নের জন্য ছিংহাই'র সুবিধাজনক শিল্প গ্রুপ নির্মাণ করা উচিত। যাতে একক শিল্প-প্রতিষ্ঠানের থেকে বহু বিধ শিল্প-প্রতিষ্ঠান ও আঞ্চলিক শিল্পের অবাসে পরিনত করা যায়।'

বর্তমানে, সিনিং উন্নত অর্থনীতির অঞ্চল ছিংহাই প্রদেশের বিশ্বমুখী উন্মুক্ত সহযোগিতা চালানোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিনত হয়েছে। ছিংহাই প্রদেশের মিংসিং জীব-বিদ্যা কোম্পানি হল তাইওয়ানের পুঁজিবিনিয়োজিত একটি কোম্পানি। এ কোম্পানির জেনারেল ম্যানিজার চাও সিয়া বলেছেন,

(রে ৪)

'আমি ছিংহাই প্রদেশে চার বছরেরও বেশি সময় ধরে আছি। আগে ছিংহাই প্রদেশের অর্থনীতির ভিত্তি বেশি ভাল ছিল না। কিন্তু ছিংহাই'র উন্নয়নের মনোভাব ও আকাংক্ষা খুবই প্রবল ছিল। ছিংহাই সরকার আন্তরিকভাবে আমাদের এখানে পুঁজিবিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমার অনুভতি অনেক গভীর। ছিংহাই সরকার সিনিং উন্নত অর্থনীতির অঞ্চলের ওপর বেশি গুরুত্ব দেয় এবং কোনো কোনো ক্ষেত্রে অগাধিকারের ব্যবস্থা নিয়েছে। এ উন্নত অঞ্চল ছিংহাই'র অন্যান্য শহর ও অঞ্চলের চেয়ে সেবার ওপর আরো বেশি গুরুত্ব দেয়। সেজন্য এ উন্নত অঞ্চলের পরিচালনা সেবা আরো বহুমূখী।'

গত কয়েক বছরে বৈশিষ্ট্যপূর্ণ শিল্পের উন্নয়ন ও মহায়তার লক্ষ্যে ছিংহাই প্রদেশ আরও এক ধাপ উন্নত অঞ্চল নির্মাণ পুর্ণাংগ করেছে ও পরিকল্পনা বাস্তবায়ন দ্রুততর করেছে। সরকারের উন্নয়নে সিনিং উন্নত অর্থনীতির অঞ্চলের অর্থ সংগ্রহের গতি ও মানদন্ড অব্যাহতভাবে উন্নত হচ্ছে। ছিংহাই অর্থনীতি পরিকল্পনা কমিটির উপ পরিচালক ছেন চিচং বলেছেন,

(রে ৫)

'ছিংহাই সরকার সিনিং উন্নত অর্থনীতির অঞ্চল দেশে শিল্প ক্ষেত্রে সার্বিক সমন্বয় সাধন করেছে। ছিংহাই সরকার এক অঞ্চলে বহু ক্ষেত্র ও এক অঞ্চলে বহু ব্যবস্থার নতুন পরিচালনা ব্যবস্থা বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে অঞ্চলটির অর্থনীতি সার্বিকভাবে উন্নত হয়েছে। বৈশিষ্ট্যপূর্ণ শিল্পের সার্বিক উন্নয়ন সারা প্রদেশের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করেছে। এটি হল একটি সুষ্ঠু উন্নয়নের পূর্বশর্ত। '

অনুমান ২০১০ সাল পর্যন্ত সিনিং উন্নত অর্থনীতির অঞ্চলের আঞ্চলিক জিডিপি ১৩.৫ বিলিয়ন ইউয়ান রেনমিপি হবে এবং ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। সিনিং উন্নত অর্থনীতির অঞ্চল উন্নয়নের পাশাপাশি ছিংহাই প্রদেশের শিল্প ক্ষেত্রের অর্থনীতি আরো দ্রুতভাবে সমৃদ্ধ হবে।