চীনের গ্রামীণ বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা সংশ্লিষ্ট নীতিমালা পূর্ণাঙ্গ করে তোলার জন্য এ বছর থেকে পরবর্তী তিন বছরে আরো ৪৭ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে । ২৮ নভেম্বর চীনের অর্থ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে ।
চীন চারটি ক্ষেত্রে গ্রামীণ বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থাকে আরো পূর্ণাঙ্গ করে তোলার লক্ষ্যে একটি কর্মসূচী শুরু করবে । এ কর্মসূচী অনুযায়ী , মধ্য ও পশ্চিম চীনের গ্রামাঞ্চলে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণকারী ছাত্রছাত্রীদের জীবনযাপনে প্রয়োজনীয় ভর্তুকী প্রদান এবং পাঠ্যপুস্তকসহ তাদের লেখাপড়ার সকল ফি মওকুফ করা হবে ।
চীনের অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে , গরীব ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিদ্যালয়ে থাকে , জীবনযাপন ও লেখাপড়ার দিক থেকে তাদেরকে যথাযথ ভর্তুকী দেয়ার কর্মসূচীও গ্রহণ করা হবে । (থান ইয়াও খাং)
|