চীন হ্যাকার দমনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর ব্যাপক মনোযোগ দিচ্ছে । সংশ্লিষ্ট দেশগুলো চীন সরকারের এ দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবে বলে চীন আশা করে । ২৯ নভেম্বর পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এ কথা বলেন ।
খবরে প্রকাশ , যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা ও প্রযুক্তি কোম্পানি এ দিন নেটের হ্যাকার বিষয়ক একটি বিবরণী প্রকাশ করেছে । চীনসহ ১২০টিরও বেশি দেশ এ বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ।
লিউ চিয়ান ছাও বলেন , নেটের হ্যাকার হচ্ছে একটি আন্তর্জাতিক সমস্যা । চীনের নেট ও তথ্য ব্যবস্থা প্রায়শঃই বহিরাগত হ্যাকারদের আক্রমণের শিকার হচ্ছে । চীন সরকার বরাবরই নেটের ভেতর অনুপ্রবেশ আক্রমণ ও নেটের নিরাপত্তা লংঘনের বিরোধিতা করে আসছে । এ ক্ষেত্রে চীন বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় । (থান ইয়াও খাং)
|