চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান চান সিয়াও ছিয়ান বলেন , পরবর্তীকালে চীন অব্যাহতভাবে উন্মুক্ত হওয়ার পাশাপাশি বিদেশী পুঁজি ব্যবহারের গুণগত মান ও ভূমিকা আরো বাড়ানোর প্রচেষ্টা করবে ।
২৯ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংক ও এইচ এস বি সি ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত একটি ফোরামে তিনি এ কথা বলেছেন ।
তিনি আরো বলেন , চীনে পরিসেবা শিল্পে বিদেশী পুঁজি বিনিয়োগের সীমাবদ্ধতা শিথিল করা হবে , আরো বেশি পুঁজিকে হাই -টেক শিল্প, যন্ত্রপাতি তৈরী ও পরিসেবা শিল্প এবং নতুন জ্বালানী সম্পদ উদ্ধার ও পরিবেশ সংরক্ষণে বিনিয়োগকে উত্সাহিত করা হবে । এ ছাড়া চীন পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নত এবং চীনে বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে।
চান সিয়াও ছিয়ান জোর দিয়ে বলেন, পরবর্তীকালে চীন শুধু মাত্র রপ্তানি বাড়ানোর ক্ষেত্রেবিনিয়োজিত বিদেশী পুঁজির ওপর প্রাধান্য দেয়ার নীতি পরিহার করবে এবং যে সব প্রকল্পে জ্বালানী ক্ষয় ও দুষণ বেশি , সেসব প্রকল্পে বিদেশী পুঁজি বিনিয়োগ নিষিদ্ধ করা হবে ।
|