চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান সিয়ে চেন হুয়া বলেন , চীন জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ কমানোর জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং ইতোমধ্যেই প্রাথমিক সুফল পেয়েছে । ২৯ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন । তিনি আরো বলেন , এ বছর থেকে চীন সরকার শিল্পের কাঠামো আরো যুক্তিযুক্ত করার ব্যবস্থা নিয়েছে । যে সব শিল্পের জ্বালানী ক্ষয় এবং নিঃসরণ বেশি , সে সব শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রনের ব্যবস্থা নিয়েছে । এ ছাড়াও আবর্তনশীল অর্থনীতির উন্নয়ন তরান্বিত করার পাশাপাশি আবর্তনশীল অর্থনীতির মূল্যায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জ্বালানী সাশ্রয়ী প্রযুক্তির রুপান্তরে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থাও করেছে । সিয়ে চেন হুয়া বলেন , পরবর্তীকালে চীন সরকার জ্বালানী সাশ্রয় ও নিঃসরণের পরিমান পরিসংখ্যান , তত্ত্বাবধান ও মূল্যায়ন ব্যবস্থা চালু করবে । এ ক্ষেত্রে সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্ব আরো স্পষ্ট করে তোলা হবে এবং এ ক্ষেত্রে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা নেয়া হবে ।
জানা গেছে , এ বছরের প্রথম ন' মাসে সমগ্র চীনে জি ডি পির অনুপাতে জ্বালানীর ক্ষয় ৩ শতাংশ কমেছে । পরিকল্পনা অনুসারে ,২০১০ সালে জি ডি পির অনুপাতে জ্বালানীর ক্ষয় ২০০৫ সালের চেয়ে ২০ শতাংশ এবং নিঃসরণ ১০ শতাংশ কম হবে ।
|