 ২৮ নভেম্বর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর স্থায়ী সদস্য লি খেছিয়াং পেইচিংয়ে ই ইউ'র পরিষদের চেয়ারম্যান জোস মানুয়েল বারোসোর সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'নেতা একমত হয়েছেন যে, সারা বিশ্ব দ্রুত উন্নয়নের পরিস্থিতিতে চীন ও ই ইউ'র উচিত সহযোগিতা ক্ষেত্রে এগিয়ে যাওয়া।
লি খেছিয়াং বলেছেন, বহুগুখিকরণ ও বিশ্বায়নের মাধ্যমে দ্রুত উন্নয়নের ক্ষেত্রে চীন ও ই ইউ'র অভিন্ন স্বার্থ রয়েছে। চীন ও ই ইউ'র উচিত সুযোগকে কাজে লাগিয়ে যৌথভাবে চ্যালেন্ঞ্জ মোকাবেলা করা। যাতে চীন-ই ইউ সম্পর্কের আরো উন্নয়ন করা যায়। চীন ই ইউ'র সঙ্গে পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে ইচ্ছুক। চীন বিশেষভাবে ই ইউ'র সঙ্গে জলবায়ুর পরিবর্তন ও জ্বালানী সম্পদসহ বিশ্বায়নের সমস্যা সমাধনে সহযোগিতার নতুন পথ খুঁহে বের করবে। পাশাপাশি, দু'পক্ষের উচিত পারস্পরিক স্বার্থ বিবেচনা করে বিভিন্ন ও আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যার সমাধান করা। তিনি জোর দিয়ে বলেছেন, চীন আশা করে, ই ইউ আন্তর্জাতিক বিষয়ে গুরুত্ব সহকারে তার ভূমিকা পালন করবে।
বারোসো বলেছেন, চীনের উন্নয়ন হল সার বিশ্বের জন্য একটি সুযোগ। এটি কারো জন্য হুমকি নয়। বিশ্বায়ন পরিস্থিতিতে ই ইউ-চীন সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। ই ইউ হল চীনের বিশ্বাসযোগ্য অংশীদার। ই ইউ চীনের সঙ্গে সহযোগিতা জোরদার, যৌথভাবে জলবায়ুর পরিবর্তন ও বাণিজ্য ভার সাম্যহীনতা সমস্যার মোকাবেলা করতে ইচ্ছুক।
ছাই ইউয়ে
|