হৃদয়ে বাংলাদেশ, আমার নিটোল ধাম।
আমার বাংলাদেশ, বাবার স্নেহ মায়ের আদর
আমার বাংলাদেশ, সবুজ ফসল,
প্রিয়ার মুখের বাহার ।
আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ,
হার না মানা বিজয় চিরদিনই অশেষ।
---বাংলাদেশের ঢাকার সইফুল ইসলাম। (লিলি)