এশীয় নারী সংসদ সদস্য এবং নারী মন্ত্রীদের ৫ম সম্মেলন ২৮ নভেম্বর পেইচিংয়ে শেষ হয়েছে। ২২টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় এক'শরও বেশী প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন এবং নারীদের শিক্ষার অধিকার ত্বরান্বিত করার লক্ষ্যে কয়েকটি ঘোষণা প্রকাশ করেছেন।
দু'দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা "নারী ও মেয়ে শিশুদের শিক্ষার অধিকার দেয়া হচ্ছে সমাজের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়" এই প্রসঙ্গকে কেন্দ্র করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নারী ও মেয়ে শিশুদের শিক্ষার অবস্থা ও উন্নয়নের বাঁধা, নারীদের শিক্ষার মান ও আয়ের সম্পর্ক, তাদের সচেতন করেত তুলে এইডস প্রতিরোধ করা এবং রাজনীতিতে অংশ নেয়ার আগ্রহ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।
তা ছাড়া, সম্মেলনে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, প্রচারের মাধ্যমে সারা সমাজে নারী এবং মেয়ে শিশুদের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। যাতে তারা সম মর্যাদা ভোগ এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অর্জন করতে পারে। (লিলি)
|