২৮ নভেম্বর ভারতের পার্লামেন্টে বেসামরিক পরমাণু জ্বালানী বিষয়ক ভারত-মার্কিন সহযোগিতা চুক্তি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
ভারত সরকার ৩ আগষ্ট বেসামরিক পরমাণু জ্বালানী বিষয়ক ভারত-মার্কিন সহযোগিতা চুক্তি প্রকাশের পর বিরোধি দল ভারতীয় জনতা পার্টি এবং ইউনাইটিট প্রোগ্রেসিভ আলায়েন্সের সরকার সমর্থনকারী বামপন্থী দলগুলো এই চুক্তির বিরোধিতা করে। তারা পার্লামেন্টে এই চুক্তি নিয়ে উন্মুক্ত বিতর্কের আয়োজন এবং গণভোটের অনুরোধ জানিয়েছে। ভারতীয় জনতা পার্টি অভিযোগ করে যে, এই চুক্তি ভারতের পরমাণু পরীক্ষা সম্পর্কিত পরিকল্পনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভারতের সার্বভৌমত্বে হুমকি সৃষ্টি করেছে। বামপন্থী দলগুলো মনে করে, চুক্তিটি ভারতের কূটনীতি, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের পক্ষে অনুকূল নয়।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আগে বলেছেন, ভারত সরকার পরমাণু জ্বালানী চুক্তির ফলে সৃষ্ট নানা ধরণের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আশা করেন, বিভিন্ন পক্ষ এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হবে। (লিলি)
|