ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র পর্তুগালের প্রধানমন্ত্রী জোস সক্রেটস চীন ও ইউরোপের নেতৃবৃন্দের ১০ম বৈঠকে অংশ নেয়ার জন্য ২৮ নভেম্বর সকালে পেইচিংয়ে পৌঁছেছেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও-এর আমন্ত্রণে তিনি চীনে এসেছেন।
এর আগে ই ইউ'র কমিটির চেয়ারম্যান জোস মানুয়েল বারোসো ২৭ নভেম্বর বিকেলে পেইচিং পৌঁছান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও বলেছেন, এবারের বৈঠক চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত হচ্ছে। চীন আশা করে, এবারের বৈঠকের মাধ্যমে ধারাবাহিক কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে সাফল্য অর্জিত হবে। (লিলি)
|