কিছু দিন আগে উত্তর চীনের অন্তর্মঙ্গলিয়াস্বায়তশাসিত অঞ্চলে মঙ্গোলিয় ভাষা সম্পর্কিত একটি জরীপ থেকে জানা গেছে , অন্তর্মঙ্গোলিয়া অঞ্চলের রাস্তায় ৯৫ শতাংশ সাইনবোর্ড ও রাস্তার নাম মঙ্গোলিয় ও হান ভাষায় লেখা রয়েছে । ৯০শতাংশ সরকারী দলিলপত্রও মঙ্গোলিয় ও হান ভাষায় লেখা ।
জানা গেছে , সাম্প্রতিক বছরগুলোতে অন্তর্মঙ্গোলিয়া অঞ্চলে শিক্ষার যথেষ্ট উন্নতি হয়েছে । এটা মঙ্গোলিয় ভাষার উন্নতির ক্ষেত্রে মজবুত ভিত্তি স্থাপন করেছে । বর্তমানে অন্তর্মঙ্গোলিয় অঞ্চলে ৯ শ'টি মঙ্গোলিয়া জাতির প্রাথমিক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। এ সব স্কুলে মঙ্গোলিয় ভাষার পাঠ্যবই ব্যবহার হয় , শিক্ষকরা মঙ্গোলিয় ভাষায় ক্লাস নেন । মঙ্গোলিয় ভাষার অনেক বইপত্রও প্রকাশিত হয়েছে । প্রতি বছর এ অঞ্চল গড়পড়তা সাত শ'টি বই ও এক শ'র বেশি অডিওভিডিও প্রকাশিত হয়।
চীনে অন্তর্মঙ্গোলিয় স্বায়তশাসিত অঞ্চল সবচেয়ে আগে প্রতিষ্ঠিত । চীনের আইন অনুসারে চীন সরকার স্বশাসিত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটে সংখ্যালঘু জাতির ভাষা ও হান জাতির ভাষা ব্যবহার করতে উত্সাহ দেয় ।
|