২৭ নভেম্বর আন্যাপোলিসে অনুষ্ঠিত মধ্য-প্রাচ্য শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি চীনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, চীন সরকার আন্যাপোলিস সম্মেলনকে গুরুত্ব দিয়ে দেখছে এবং মনে করে, এবারের সম্মেলন হল ফিলিস্তিন ও ইসরাইলের সমস্যার সমাধান ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ।
তিনি বলেন, এদিন সকালে প্রকাশিত ফিলিস্তিন ও ইসরাইলের সমস্যা সমাধান সংক্রান্ত যৌথ সমঝোতা স্মারক চীন স্বাগত জানায় । ফিলিস্তিন ও ইসরাইলের নেতারা দু'পক্ষের চূড়ান্ত অবস্থান নিয়ে আলোচনা ত্বরান্বিত করা এবং যত দ্রুত সম্ভব শান্তি চুক্তি স্বাক্ষর করা, আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা এবং দু'দেশের সামালা করার পক্ষে মতামত প্রকাশ করেন । এটা হবে ফিলিস্তিন ও ইসরাইলের দু'টি স্বাধীন দেশে পরিণত হওয়া এবং আরব দেশগুলো ও ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্বপূর্ণ ভিত্তি ।
তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব ও 'ভুভাগ নিয়ে শান্তি বিনিময়ের 'নীতি ও রোডম্যাপ এবং অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রস্তাব ও চুক্তি অনুযায়ী মধ্য-প্রাচ্যের শান্তি বৈঠক ত্বরান্বিত করাকে চীন সমর্থন করে ।
২৭ নভেম্বর ইয়াং চিয়ে ছি আন্যাপোলিস সম্মেলনে তাঁর ভাষণে মধ্য-প্রাচ্য ইস্যুতে চীন সরকারের মতামত তুলে ধরেন ।
(ছাও ইয়ান হুয়া)
|